সোমবার সচিবালয়ে বিভিন্ন দফতরে গিয়ে দেখা গেছে, অধিকাংশ মন্ত্রী-কর্মকর্তারা অফিসে আসেননি। এদিন অনেক কর্মকর্তা-কর্মচারীর ডেস্কও ফাঁকা দেখা গেছে।
জানা গেছে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঢাকায় থাকলেও তিনি অফিস করছেন না। এছাড়া বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী-প্রতিমন্ত্রী নিজ নিজ নির্বাচনী এলাকায় রয়েছেন। তবে বেশিরভাগ মন্ত্রী এদিন দুপুর পর্যন্ত সচিবালয়ে আসেননি।
প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, নির্বাচনের জন্য কেউ কেউ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এছাড়া নির্বাচনের পর দফতরগুলোতে কাজের চাপ কম থাকায় কর্মকর্তারা গল্প-গুজব করেই কাটাচ্ছেন। এদিকে অন্যান্য দিন সচিবালয়ে তদবিরের জন্য ভিড় থাকলেও এদিন তাদের আনাগোনা নেই বললেই চলে।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
জিসিজি/আরআর