সোমবার (৩১ ডিসেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে নির্বাচনের চূড়ান্ত ফলাফলে তার আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী প্রতিবেশী হিসেবে, আঞ্চলিক উন্নয়ন, নিরাপত্তা ও সহযোগিতায় ঘনিষ্ঠ অংশীদার এবং ভারতের ‘প্রতিবেশী প্রথমে’ নীতির কেন্দ্রীয় স্তম্ভ হিসেবে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম নেতা হিসেবে অভিনন্দন জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের উন্নয়নে ধারাবাহিক ও উদার সহায়তার জন্য ভারতকেও ধন্যবাদ জানান এবং এই অঙ্গীকারের পুনরাবৃত্তি করার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।
হাসিনা-মোদীর এই কথোপকথন খুব আন্তরিক ছিল, যা ভারত ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ এবং ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রতিফলিত করে।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
টিআর/এএ