বুধবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের দায়িত্বরত ব্যক্তিরা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বাংলানিউজকে জানান, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকামুখী যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ির বাড়তি চাপ ছিলো।
সন্ধ্যার পর যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির চাপ কমে যাওয়ায় পণ্যবাহী ট্রাক পারাপার শুরু করা হয়। সবশেষ দৌলতদিয়া ফেরিঘাট যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ির চাপ না থাকলেও শতাধিক পণ্যবাহী ট্রাক নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে মোট ১৫ টি ফেরি চলাচল করছে। নির্বাচনের পর পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের কোনো চাপ নেই।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
কেএসএইচ/ওএইচ/