ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কসবায় পাঁচ মণ গাঁজাসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
কসবায় পাঁচ মণ গাঁজাসহ আটক ৪ কাভার্ডভ্যানে গাঁজার বস্তা, ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি কাভার্ডভ্যান থেকে পাঁচ মণ গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) ভোরে উপজেলার টি.আলী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-উপজেলার মরাপুকুরপাড় এলাকার শফিক মিয়ার ছেলে শরীফ মিয়া (২০), একই এলাকার বজলু মিয়ার ছেলে শফিক মিয়া (৩৪), নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও এলাকার মৃত আবতাফ উদ্দিনের ছেলে আবদুল আওয়াল (৩৩) ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার গদখালী এলাকার আশরাফ আলীর ছেলে আবদুর রাজ্জাক (৩৫)।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বাংলানিউজকে জানান, দু’টি এলাকার মধ্যবর্তী একটি কাঠ বাগানে কাভার্ডভ্যানে গাঁজাগুলো বুঝাই করা হয়। পরে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় টি.আলী মোড় এলাকায় কাভার্ডভ্যানটির গতিরোধ করা হয়। এসময় কাভার্ডভ্যানটি তল্লাশি করে ১১টি বস্তায় ভরা পাঁচমণ গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।