বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকেল ৪টায় রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের সূচি রয়েছে বলে বঙ্গভবনের প্রেস উইং জানিয়েছে।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জয়ের পর রাষ্ট্রপতির সঙ্গে এটাই হবে শেখ হাসিনার প্রথম সাক্ষাৎ।
নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। একটি আসনের কয়েকটি কেন্দ্রে গোলযোগের কারণে ওই আসনের ফলাফল স্থগিত করা হয়।
বাকি ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট পায় ২৮৮টি আসন। তারমধ্যে আওয়ামী লীগ একাই পায় ২৫৭টি আসন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ আসন পায় জাতীয় পার্টি, তাদের আসন সংখ্যা ২২। তারপর ৫টি আসন পেয়ে তৃতীয় স্থানে বিএনপি। বিএনপির জোট ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম পায় দু’টি আসন।
সংসদ সদস্য হিসেবে বৃহস্পতিবার শপথ গ্রহণের পর আগামী ৫ বা ৬ জানুয়ারির মধ্যে নতুন সরকারের মন্ত্রিসভা গঠিত হতে পারে। আগামী ১০ জানুয়ারির আগেই নতুন সরকার গঠন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে ৫ বা ৬ জানুয়ারিই হতে পারে নতুন সরকার- এরকম একটি আলোচনা রয়েছে।
সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগে দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির। নতুন সরকারের মন্ত্রিসভার শপথও পড়াবেন তিনিই।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
এইচএ/