বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে ফাঁদগুলো জব্দ করা হয়। জব্দ হওয়া ফাঁদ শরণখোলা রেঞ্জ কার্যালয়ে আনা হয়।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদিন বাংলানিউজকে বলেন, একদল হরিণ শিকারি ট্রলারযোগে বনের ভেতরে ঢুকে ফাঁদ পেতেছে এমন খবরের ভিত্তিতে সকালে ওই এলাকায় বন বিভাগের দু’টি টিম অভিযান চালায়। এসময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে সাত বান্ডিলে এক হাজার ফুট হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়। ফাঁদগুলো রেঞ্জ কার্যালয়ে আনা হয়েছে।
হরিণ শিকারিদের আটকের জন্য ওই এলাকায় অভিযান অব্যাহত রাখা হয়েছে বলেও জানান সহকারী এ বন সংরক্ষক।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
জিপি