বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, কলকাতা বিমানবন্দর থেকে বাংলাদেশের পণ্য নিয়ে কার্গো প্লেন ছেড়ে গেছে।
বাংলাদেশি পণ্যবাহী ট্রাকগুলো ৪.১ টন ওজনের মালামাল বহন করে বেনাপোল (বাংলাদেশ)- পেট্রাপোল (ভারত) সীমান্তে ভারতীয় ট্রাকগুলোতে স্থানান্তরিত করে। সেখানে থেকে জিপিএস সক্রিয় ট্রাকের মালবাহী মালামাল কলকাতা বিমানবন্দরে স্থানান্তরিত হয়। শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে ইউরোপে পৌঁছানোর জন্য মালবাহী প্লেনে ওঠানো হয়।
পরীক্ষামূলকভাবে এ উদ্যোগের মাধ্যমে কলকাতায় অভ্যন্তরীণ ও বহির্গামী বিমান পরিবহনের জন্য ট্রান্সশিপমেন্টের দুয়ার খুললো। এ উপলক্ষে ইএফএল গ্রুপের সিইও এস সেন্থিলেথন বলেন, আমরা এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে সমৃদ্ধ করতে পেরে গর্বিত। এটা আমাদের ব্যবসায়িক সাফল্যের জন্য সহায়ক হিসেবে বিবেচিত হবে।
বাংলাদেশ সময়: বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
টিএম/এএ