ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিরীন শারমিনকে লোকসভার স্পিকারের অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
শিরীন শারমিনকে লোকসভার স্পিকারের অভিনন্দন শিরীন শারমিনকে লোকসভার স্পিকারের অভিনন্দন।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। এছাড়া ভারতের বিভিন্ন সংসদ সদস্যরা অভিনন্দন জানিয়েছেন স্পিকারকে।

ভারতের লোকসভার স্পিকার মোবাইল ফোনে যোগাযোগ করে ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের এমপিরাও স্পিকারকে বিভিন্ন মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের মনোনয়ন নিয়ে রংপুর-৬ আসন থেকে নৌকা প্রতীকে ২ লাখ ৩৪ হাজার ৪২৬ ভোট পেয়ে বিজয়ী হন ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেড়ে দেওয়া ওই আসন থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আর নবম সংসদে তিনি সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
এসএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।