বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) রাতে এক বার্তায় এ শোক জানান তিনি।
উপাচার্য ড. রফিকউল্লাহ বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মানুষের অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনে সৈয়দ আশরাফুল ইসলামের সাহসী অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য প্রয়াত সৈয়দ আশরাফের আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি তার শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ড. রফিকউল্লাহ খান।
বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন সৈয়দ আশরাফুল ইসলাম।
কয়েক মাস আগে ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হওয়ার পর ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ০৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এমএ/