ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গণধর্ষিত নারীর পুনর্বাসনের দায়িত্ব নিলেন এমপি একরামুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
গণধর্ষিত নারীর পুনর্বাসনের দায়িত্ব নিলেন এমপি একরামুল নির্যাতিতা নারীকে দেখতে হাসপাতালে নোয়াখালী-৪ আসনের এমপির একটি প্রতিনিধি দল। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার নারীর যাবতীয় চিকিৎসাব্যয়, পরিবারের পুনর্বাসন ও সব রকম আইনি সহায়তার দায়িত্ব নিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

শুক্রবার (০৪ ডিসেম্বর) বিকেলে সংসদ সদস্যের পক্ষ থেকে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা সেই নারীর সঙ্গে দেখা করে এ ঘোষণা দেন।

এসময় সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে ওই গৃহবধূকে আর্থিক সহায়তা দেয়া হয়।

প্রতিনিধি দলে ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু ও জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মোজাম্মেল হক মানিক, হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম।

আরও পড়ুন
** সূবর্ণচরে গণধর্ষণ: আরো এক আসামি গ্রেফতার
** সুবর্ণচরে গণধর্ষণ: চট্টগ্রামের ২ জনসহ গ্রেফতার ৭
**  সূবর্ণচরেগণধর্ষণ: গৃহবধূকে দেখতে বামজোটের নেতারা

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেন, এমপি একরামুল করিম চৌধুরী নির্যাতিতার চিকিৎসা,  পুনর্বাসনসহ সার্বিক দায়িত্ব নিয়েছেন। এটা দলের কোনো বিষয় নয়, অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে বলেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।