ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় বিনামূল্যে চিকিৎসা সেবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
ফতুল্লায় বিনামূল্যে চিকিৎসা সেবা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিনামূল্যে চক্ষুরোগী ও প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সেবা দিয়েছে পৃথক দুটি সংগঠন।

শনিবার (২৮ ডিসেম্বর) মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও হযরত শাহ কল্যাণ পরিষদের পক্ষ থেকে দিনব্যাপী প্রায় পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।

নারায়ণগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং নারায়ণগঞ্জ চক্ষু হাসপাতালের পক্ষে ডা. মো. জাহাঙ্গীর হোসেন, ডা. সানজিদা নুসরাত জাহান রোগীদের চিকিৎসা দেন।

দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক।

এসময় উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের এম সালাহ উদ্দিন, নুর আলম আকন্দ, হযরত শাহ কল্যাণ পরিষদের সভাপতি আলামিন প্রধান, খাদেম আসলাম মিয়া, ব্যবসায়ী বাসু দেব হাওলাদার, শাহীন হক, ইরান মজুমদার, শাহাদাৎ হোসেন ও মাওলানা উজিউল্যাহ।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।