ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় ৫ জঙ্গি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
খুলনায় ৫ জঙ্গি আটক র‌্যাবের হাতে আটক পাঁচ জঙ্গি। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব-৬’র একটি বিশেষ টিম।

রোববার (২৯ ডিসেম্বর) ভোর রাতে লবণচরা এলাকায় গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। দুপুরে মহানগরীর র্যাব-৬ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন সংগঠনটির যশোর জেলা নায়েক ইলিয়াস কাঞ্চন রিপন (৩৭), যশোর জেলার যুগ্ম জেলা নায়েক মো. মুকুল হোসেন (৩৬), যশোর জেলার সহ জেলা নায়েক মো. ইয়াছিন আলী (৩৮), থানা নায়েক মো. শুকুর আলী (২৯) ও গ্রাম নায়েক মো. সোহানুর রহমান সোহান (২৩)।

তাদের কাছ থেকে হ্যান্ডনোট, লিফলেট, দোকানঘর ভাড়ার চুক্তিপত্র, উগ্রবাদী কবিতা, হাতে লেখা সংগঠনের কার্যবিধি প্রভৃতি উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, দীর্ঘদিন ধরে তারা এই সংগঠনের সঙ্গে জড়িত। তারা দেশের বিভিন্ন জায়গা থেকে সদস্য নির্বাচন, বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ এবং কর্মীদের বায়াত গ্রহণ করানোর মাধ্যমে দলীয় শক্তি বৃদ্ধির কাজে নিয়োজিত।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এমআরএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।