রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।
গ্রেফতাররা হলেন, শরীয়তপুর জেলার পালং থানার বাসিন্দা রাজু মাতাব্বর (২১) ও বরগুনার রিপন খান জাফর (২৩)।
পুলিশ সুপার জানান, ১৪ আগস্ট দিনগত রাতে ত্রিশালের বৈলর বাজারে একদল ডাকাত পিকআপে করে একটি ব্যাটারির দোকানে ডাকাতি করতে আসে৷ এসময় তারা প্রথমে একজন প্রহরীকে গাড়িতে উঠিয়ে হাত-পা বেঁধে কিছু দূরে ফেলে আসে। কিছুক্ষণ পর ডাকাত দলটি ফের ওই বাজারে এসে দোকানের দিকে গেলে বাজারের অন্য প্রহরীরা তাদের বাধা দেয়। এসময় ডাকাতরা লাঠি দিয়ে আঘাত করে প্রহরী লাল মিয়াকে হত্যা করে চলে যায়।
এ ঘটনায় ত্রিশাল থানায় খুনসহ ডাকাতির মামলা দায়ের করা হয়। পরে জেলা গোয়েন্দা শাখার ওপর মামলাটির তদন্তভার দেওয়া হয়।
২৭ ডিসেম্বর (শুক্রবার) রাজধানীর বাড্ডা থেকে নিহত প্রহরীর মোবাইল ফোন উদ্ধার হয়। মোবাইল ফোনের সূত্র ধরে হত্যায় জড়িত দুই ডাকাতকে শরীয়তপুর জেলার গুসাইরহাট থানা এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এসময় ডাকাতির ঘটনায় ব্যবহৃত পিকআপ ভ্যানসহ হত্যাকান্ডে ব্যবহৃত কাঠের লাঠি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান শাহ আবিদ হোসেন।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘন্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
একে/এবি