গতকাল রোববার (২৯ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়া আবহাওয়া অফিসে মৌসুমের সর্ব নিম্ন তাপমাত্রা ৪ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হলেও তা সোমবার বেড়ে সকাল ৬টায় রেকর্ড করা হয় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। কয়েক ঘণ্টার ব্যবধানে ৭ পয়েন্ট কমে সকাল ৯টায় তা ৫ ডিগ্রিতে পৌঁছায়।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা আরও কমে আসতে পারে। এদিকে হিমালয়ের কাছে হওয়ায় দিনব্যাপী শৈত্যপ্রবাহ বয়ে চলেছে।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
আরএ