জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী জানান, আগামী মাসের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকেই কাউন্টডাউন শুরু হবে। কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্টডাউন বা ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধন করবেন।
সুজন চৌধুরী জানান, মুজিববর্ষ উপলক্ষে ফেনীর সব সরকারি অফিসে ‘সেবা বর্ষ’ ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। বছরব্যাপী সরকারি সব সেবা সহজে গ্রহণ করতে পারবেন সেবাগ্রহিতারা।
তিনি আরও জানান, মুজিববর্ষ উদযাপনে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: সুমনী আক্তারকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট মুজিববর্ষ সেল গঠন করা হয়েছে।
এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে মুজিব উদ্যান নির্মাণ ও বঙ্গবন্ধু কর্নার স্থাপনেরও কাজ চলমান। কার্যালয়ের সামনে একটি ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে। সেখানে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সম্পূর্ণ ইতিহাস প্রদর্শন করা হবে।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
এসএইচডি/এএ