সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বাংলানিউজকে জানান, থার্টিফার্স্ট নাইটে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার সকাল থেকে শহরজুড়ে মাইকিং করা হয়েছে।
তিনি আরও জানান, পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের আতশবাজি ও পটকা না ফাটানোর অনুরোধ করা হয়েছে। পাশাপাশি বেপরোয়া গতিতে গাড়ি ও মোটরসাইকেল চালানো পরিহারসহ পিকআপভ্যানে সাউন্ড সিস্টেম ব্যবহার করে পাড়া-মহল্লায় ঘুরে গান বাজানো থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
কেইউএ/ওএইচ/