ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পেটে করে ৪১৮০ পিস ইয়াবা পাচারের চেষ্টা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
পেটে করে ৪১৮০ পিস ইয়াবা পাচারের চেষ্টা! প্রতীকী ছবি

ঢাকা: পেটে করে ইয়াবা পাচার করতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার হাজার ১৮০ পিস ইয়াবাসহ আটক হয়েছেন এক ব্যক্তি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে বিমানবন্দরে ইয়াসিন মাতবর (৩৭) নামের এ ব্যক্তিকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ। তিনি রাজধানীর ডেমরা থানার তুষারধারার মুসলিমনগরের বাসিন্দা বলে জানায় আর্মড পুলিশ।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকালে ইয়াসিন মাতবর বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার কাছে অপেক্ষাগার এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন ইয়াসিন মাতবর। পরে দায়িত্বরত আর্মড পুলিশ তাকে আটক করে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে ইয়াসিন তার পাকস্থলিতে ইয়াবা থাকার কথা স্বীকার করে জানান, ঢাকায় এ ইয়াবা পৌছে দিতে পারলে তিনি ৪০ হাজার টাকা পেতেন।

অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, পরে তার পাকস্থলি থেকে এ ইয়াবা বের করা হয়, যার বাজারমূল্য ১৩ লাখ টাকা।

এ বিষয়ে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
টিএম/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।