ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে এবার অনশনে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে এবার অনশনে শিক্ষার্থীরা ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে এবার অনশনে শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে এবার অনশনে বসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরের পর বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ অনশন শুরু করেন তারা।  

ঢাবির শিক্ষার্থীরা বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ, সমাবেশ ও শাহবাগ মোড় অবরোধ কর্মসূচি পালন করে তারা।

সেখান থেকে নির্বাচনের তারিখ বদলানোর জন্য নির্বাচন কমিশনকে (ইসি) আল্টিমেটাম দেওয়া হয়।

ঢাকা সিটির ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে অনশনে অংশ নেওয়া জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস বাংলানিউজকে বলেন, সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয় সেজন্য আমরা অনশন করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এসকেবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।