ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির দায়ে সিলেটে যুবক গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির দায়ে সিলেটে যুবক গ্রেফতার

সিলেট: ডিজিটাল নিরাপত্তা আইনে সিলেটে মুক্তার আহমদ রাফি (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি ও অর্থমন্ত্রী এবং সরকারের বিভিন্ন মন্ত্রী এমপিদের ছবি বিকৃতির অপরাধে স্বেচ্চাসেবক লীগ নেতার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মুক্তার আহমদ রাফি নগরের ঘাসিটুলা হিয়ারবন মোল্লাপাড়ার ডি-ব্লকের ১২৪ নং বাসার মৃত সামছুর রহমানের ছেলে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাফি’র অন্য ভাইয়েরা আওয়ামী লীগ করলেও সে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। যে কারণে প্রধানমন্ত্রী, প্রয়াত রাষ্ট্রপতি, বর্তমান ও সাবেক মন্ত্রী, সংসদ সদস্যদের নিয়ে আপত্তিকর ছবি তৈরী করে কুরুচীপুর্ন মন্তব্যসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে আসছিল।

এ ঘটনায় বুধবার (১৫ জানুয়ারি) রাতে মহানগর স্বেচ্ছাসেবক লীগেরসহ-সভাপতি জাহাঙ্গীর আলম বাদী হয়ে থানায় মামলা (নং-২৫(০১)২০২০) দায়ের করেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে অপরাধের ঘটনায় ব্যবহৃত ১টি মোবাইল সেট জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ০৭৩৪ ঘন্টা, জানুয়ারি ১৭, ২০২০
এনইউ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।