ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে জাতীয় পিঠা উৎসবের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
সিলেটে জাতীয় পিঠা উৎসবের উদ্বোধন

সিলেট: সিলেটে জাতীয় পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম বাস্কেটবল গ্রাউন্ডে উৎসবের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

সিলেট বিভাগীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের সদস্য সচিব রজত কান্তি গুপ্ত।
 
জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ম হামিদ, সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


 
অনুষ্ঠানের উদ্বোধন শেষে নিজ হাতে মালপোয়া পিঠা তৈরি করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তাকে সহযোগিতা করেন সহধর্মিণী সেলিনা মোমেন।
 
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এনইউ/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।