ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় শ্রমিকের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
আশুলিয়ায় শ্রমিকের মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ার একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে সুমন হোসেন (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সুমন পটুয়াখালীর বাউফল থানার মৃত আমির হোসেন গাজীর ছেলে।

তিনি গাজীপুরের কাশিমপুর এলাকায় একটি বাসায় ভাড়া থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে কাশিমপুর এলাকার মন্ডল গ্রুপের একটি প্রতিষ্ঠানে ওই শ্রমিক কাজ করতে গিয়ে দুর্ঘটনাবশত একটি গর্তে পড়ে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, শ্রমিকের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।