ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সোমবার হাসপাতাল ছাড়বেন পাটমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
সোমবার হাসপাতাল ছাড়বেন পাটমন্ত্রী

ঢাকা: সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী সুস্থ আছেন। তিনি আগামী সোমবার (২০ জানুয়ারি) হাসপাতাল ছাড়তে পারবেন বলে ডাক্তাররা আশাবাদ ব্যক্ত করেছেন। 

রোববার (১৯ জানুয়ারি) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এখন সম্পূর্ণ সুস্থ আছেন।

তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা ও খাওয়া-দাওয়া করতে পারছেন। তিনি আগামী সোমবার হাসপাতাল ছাড়তে পারবেন বলে ডাক্তাররা আশাবাদ ব্যক্ত করেছেন।  

এদিকে পাটমন্ত্রী সিঙ্গাপুর থেকে মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজকর্মের বিষয়ে দিকনির্দেশনা দিচ্ছেন।  

এছাড়া মন্ত্রীর দ্রুত সুস্থতা ও দেশে ফেরার জন্য তার পরিবার এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সবস্তরের কর্মকর্তা-কর্মচারীরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।  

বস্ত্র ও পাটমন্ত্রী গত ১২ জানুয়ারি (রোববার) থেকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রথমে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
জিসিজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।