ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চিত্র গ্রাহককের ওপর এনু-রুপন সমর্থকদের হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
চিত্র গ্রাহককের ওপর এনু-রুপন সমর্থকদের হামলা আটক মতিন পুলিশ হেফাজতে। ছবি: বাংলানিউজ

ঢাকা: ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা দুই ভাই গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক এনু ও যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়ার নিউজের ফুটেজ সংগ্রহ করতে গিয়ে বেসরকারি টেলিভিশন ডিবিসির চিত্র গ্রাহক আল আমিন (২৩) হামলার শিকার হয়েছেন।

রোববার (১৯ জানুয়া‌রি) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত চত্বরে এনু-রুপন সমর্থকরা এ হামলা চালান। এ সময় হামলার সঙ্গে জড়িত ম‌তিন নামে এক ব্যক্তিকে আটক করে পু‌লিশ।

পুলিশ জানায়, এনু-রুপনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় গ্রেফতার দেখানোর জন্য দুপুরে ঢাকা মহানগর সি‌নিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আনা হয়। এ সময় তাদের ৪০/৫০ জন কর্মী-সমর্থক আদালত চত্বরে উপ‌স্থিত হন। দুপুর পৌনে একটার দিকে এনু-রুপনকে প্রিজনভ্যান থেকে নামিয়ে আদালতের দোতলায় উঠানোর সময় ওই চিত্র গ্রাহক আল আমিন ভিডিও ধারণ করছিলেন। এ সময় এনু-রুপনের কয়েকজন সমর্থক আল আমিনের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারতে থাকেন। এ সময় আল আ‌মিনের ক্যামেরাও ভেঙে ফে‌লা হয়। আদালত চত্বরে দায়িত্বরত পুলিশ সদস্যরা হামলার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করে ও অন্যরা পালিয়ে যান।

ভুক্তভোগী আল আ‌মিনের অ‌ভিযোগ, তার পকেটে থাকা ২০ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেন হামলাকারীরা।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার পু‌লিশ প‌রিদর্শক মুইনুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনার সময় মতিন নামে এক ব্যক্তিকে আটকের পর তাকে কোতোয়ালি থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

ডিবিসির আদালত প্র‌তিবেদক লিটন মাহমুদ বাংলা‌নিউজকে জানান, এভাবে প্রকাশ্যে আদালত চত্বরে সাংবাদিকদের ওপরে হামলাতে আমরা শঙ্কিত। আহত আল আ‌মিনকে চি‌কিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলেও জানান লিটন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
‌কেআই/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।