ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সরকারি চাকরিজীবী ১২ লাখ, পদ শূন্য তিন লাখ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
সরকারি চাকরিজীবী ১২ লাখ, পদ শূন্য তিন লাখ

জাতীয় সংসদ ভবন থেকে: বর্তমানে দেশে তিন লাখ চৌদ্দ হাজারের মতো সরকারি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পাশাপাশি দেশে বারো লাখ সতেরো হাজার সরকারি চাকরিজীবী রয়েছেন বলেও জানান তিনি।

রোববার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। এসময় অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।

বিরোধী দল জাতীয় পার্টির সদস্য মুজিবুল হকের এক প্রশ্নের উত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে তিন লাখ ১৩ হাজার ৮৪৮টি (তিন লাখ তেরো হাজার আটশত আটচল্লিশ) পদ শূন্য রয়েছে। এইসব শুন্যপদ পূরণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। মানবসম্পদ উন্নয়নে সরকার প্রশিক্ষণকে গুরুত্ব দিচ্ছে। প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর জন্য সরকারি, বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানকে সরকার অনুদান দিচ্ছে।

আওয়ামী লীগের সদস্য মোর্শেদের এক প্রশ্নের উত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা ১২ লাখ ১৭ হাজার ৬২ জন (বারো লাখ সতেরো হাজার বাষট্টি)।

বিএনপির সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের এর প্রশ্নের উত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে জনপ্রশাসনের আওতাধীন সরকারের বিভিন্ন স্তরে সর্বমোট ২৯০ জন কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ এবং সংযুক্ত অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর/সংস্থায় বিভিন্ন পযায়ে সর্বমোট ১৭৭ জন কর্মকর্তা/কর্মচারী ও ব্যক্তি চুক্তিভিত্তিক নিয়োজিত আছেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।