ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত জাকারিয়া আহমেদ বকুল (৪৮) নামে এক নির্মাণ শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।  

এর আগে ১৬ জানুয়ারি কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকার সেলিনা খানম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।

নিহত জাকারিয়া একই এলাকার বাসিন্দা।

নিহতের ভাতিজা খায়রুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, নির্মাণাধীন ভবনের ছাদ ঘেঁষে বিদ্যুৎ বিভাগের প্রধান লাইন রয়েছে। এই লাইন না সরিয়ে ভবন মালিক রেজাউল করিম বাবলু ভবন নির্মাণ কাজ চালাচ্ছেন। আর এতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জাকারিয়া।  

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।