ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ই-পাসপোর্টের জন্য ফটো-ডিজিটাল সই করলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
ই-পাসপোর্টের জন্য ফটো-ডিজিটাল সই করলেন প্রধানমন্ত্রী

ঢাকা: ইলেকট্রনিক পাসপোর্টের (ই-পাসপোর্ট) জন্য ফটো ও ডিজিটাল সই দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফটোগ্রাফ সংগ্রহ করে পাসপোর্ট কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন বাংলানিউজকে এ তথ্য জানান।

 

তিনি বলেন, ই-পাসপোর্টের জন্য গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফটোগ্রাফ সংগ্রহ করেছে অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তর কর্তৃপক্ষ (ডিপিআই)।

প্রধানমন্ত্রী ই-পাসপোর্টের জন্য ইলেকট্রনিক ডিভাইসে ডিজিটাল স্বাক্ষরও দিয়েছেন বলে জানান মুন।  

এ সময় অন্যান্যের মধ্যে ই-পাসপোর্ট প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানা যায়, বুধবার (২২ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ই-পাসপোর্ট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ধাপে রাজধানীর আগারগাঁও, উত্তরা ও যাত্রাবাড়ী পাসপোর্ট কার্যালয় থেকে ই-পাসপোর্ট দেওয়া হবে। পর্যায়ক্রমে তা দেশের সব পাসপোর্ট কার্যালয় থেকে ই-পাসপোর্ট বিতরণ করা হবে।

আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন সংস্থা (আইসিএও) এর মতে, বর্তমানে একশ’র বেশি রাষ্ট্র ও সংস্থা (জাতিসংঘ) ই-পাসপোর্ট ইস্যু করছে এবং ৪৯ কোটি ই-পাসপোর্ট চালু রয়েছে।

ই-পাসপোর্ট প্রচলিত সাধারণ পাসপোর্টের চেয়ে বেশি নিরাপদ। এতে পাসপোর্টধারীর ব্যক্তিগত তথ্য সম্বলিত একটি ইলেক্ট্রনিক চিপ সংযুক্ত থাকে।

জার্মান কোম্পানি ভেরিদোস জিএমবিএইচ  বাংলাদেশের  ই-পাসপোর্ট  নিয়ে কাজ করছে। ২০১৮ সালের ১৯ জুলাই  ডিপিআই ও ভেরিদোস কোম্পানি মেশিন রিডেবল পাসপোর্টের পাশাপাশি ই-পাসপোর্টের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে।

এ প্রকল্পের ব্যয় ৪ হাজার ৫৪৯ কোটি  টাকা এবং ২০২৮  সালের মধ্যে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

মোট ৩ কোটি ই-পাসপোর্ট দেওয়া হবে। যার মধ্যে ২ কোটি জার্মানি থেকে তৈরি করে আনা হবে। যারা প্রথমে আবেদন করবেন তারা জার্মানির তৈরি ই-পাসপোর্ট পাবেন এবং এর মেয়াদ হবে পাঁচ ও দশ বছর।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
এমইউএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।