ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাটুয়াটুলীতে ঘড়ির কারখানায় আগুন, নারী শ্রমিক দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
পাটুয়াটুলীতে ঘড়ির কারখানায় আগুন, নারী শ্রমিক দগ্ধ

ঢাকা: রাজধানীর পাটুয়াটুলী একটি ঘড়ির কারখানায় আগুন লেগে কাজল আক্তার (২৩) নামে এক নারী শ্রমিক দগ্ধ হয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে পাটুয়াটুলীর নুরুল হক টাওয়ারের ষষ্ঠ তলায় টাইম ওয়ার্ল্ড ক্লক কোম্পানি নামের একটি ঘড়ির কারখানায় এ আগুন লাগে।

দগ্ধ কাজলের বাসা কেরানীগঞ্জের পারগেণ্ডারিয়া এলাকায়।

তার স্বামীর নাম রুবেল শেখ।  

কারখানার মালিক রতন চন্দ্র পাল বলেন, দুপুরে কাজ করার সময় হঠাৎ কারখানার ভেতর কাজলের চিৎকার শুনতে পাই। পরে ভেতরে গিয়ে দেখি তার শরীর ও কারখানার কিছু জিনিসপত্রে আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। কীভাবে তার শরীরে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ওই নারীর শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়া আগুন নেভাতে গিয়ে মালিক রতনের হাত ও পা কিছুটা দগ্ধ হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।