সোমবার (২০ জানুয়ারি) সকালে তিনি ক্যাম্প পরিদর্শনে আসেন।
এর আগে রোববার (১৯ জানুয়ারি) বিকেলে কক্সবাজার পৌঁছান জাতিসংঘের এই দূত।
রোহিঙ্গা শিবির পরিদর্শনের সময় তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। একইসঙ্গে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করার কথা।
জানা যায়, সফরকালে জাতিসংঘের এ বিশেষ দূত রোহিঙ্গা পরিস্থিতি ছাড়াও সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
এর আগে ২০১৮ সালের ২০ জানুয়ারি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন ইয়াং হি লি।
বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এসবি/এইচএডি