ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নানের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নানের দাফন সম্পন্ন এমপি আব্দুল মান্নানের জানাজায় মানুষের ঢল। ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল মান্নানের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) আসর নামাজের শেষে সারিয়াকান্দি উপজেলা ডিগ্রি কলেজ মাঠে চতুর্থ জানাজা নামাজ শেষে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রয়াত ওই সংসদ সদস্যের মরদেহ ঢাকা থেকে প্রথমে সোনাতলা এবং পরে সারিয়াকান্দি উপজেলায় নেওয়া হয়।

দুই উপজেলাতেই হাজার হাজার মানুষের ঢল নামে তাদের প্রিয় নেতার মরদেহ এক বার দেখার জন্য।

সোমবার ঢাকায় সংসদ ভবনে জানাজা নামাজ শেষে হেলিকপ্টারে করে আব্দুল মান্নানের মরদেহ নেওয়া আনা বগুড়া সোনাতলা উপজেলায়। সেখানে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে তার মরদেহে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাসহ নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত নেতার প্রতি গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, সাখাওয়াত হোসেন শফিক, ফয়েজ আহাম্মদসহ জেলা আওয়ামী লীগের নেতারা জানাজায় অংশ নেন।

ওই মাঠে জানাজা নামাজ শেষে মরদেহ নেওয়া হয় তার জন্মস্থান সারিয়াকান্দি উপজেলায়। সেখানে ডিগ্রি কলেজ মাঠে শেষ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে শনিবার (১৮ জানুয়ারি) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের এমপি আব্দুল মান্নান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক ও প্রচার সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগের ১৯৮৩-৮৫ সালে সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া নবম সংসদ থেকে শুরু করে টানা তিনবার তিনি আওয়ামী লীগ থেকে এই আসনের এমপি হিসেবে বিজয়ী হন।

আব্দুল মান্নানের ব্যক্তিগত সহকারী মতিউর রহমান মতি বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দিনগত রাত সোয়া ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে আব্দুল মান্নানকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে লাইফসাপোর্টে নেওয়া হলে শনিবার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

প্রয়াত মান্নানের স্ত্রী সাহাদারা মান্নানও আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত। তিনি বর্তমানে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। আব্দুল মান্নানের বড় ছেলে সাখাওয়াত হোসেন সজল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পে কর্মরত।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।