ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কর্মের মাধ্যমে ধর্ম পালন করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
কর্মের মাধ্যমে ধর্ম পালন করতে হবে

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান বলেছেন, কর্মের মাধ্যমে ধর্ম পালন করতে হবে। নিয়মিত নামাজ আদায় নিজেকে খারাপ কাজ থেকে দূরে রাখতে সাহায্য করে।

সোমবার (২০ জানুয়ারি) বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দফতরের তৃতীয় তলায় নামাজের স্থান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি ও দক্ষিণ) জাহাঙ্গীর হোসেন মল্লিক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) সালেহ উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।