ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুলিশ সদস্যদেরও ডোপ টেস্ট করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
পুলিশ সদস্যদেরও ডোপ টেস্ট করা হবে

লালমনিরহাট: লালমনিরহাটের নবাগত পুলিশ সুপার আবিদা সুলতানা বলেছেন, শুধু যোগদানের সময় নয়, কর্মরত জেলা পুলিশের প্রতিটি সদস্যের ডোপ টেস্ট করা হবে। মাঝেমধ্যেই চালানো হবে ডোপ টেস্ট কার্যক্রম। মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পেলে পুলিশ সদস্যকেও ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে পুলিশ সুপার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভায় তিনি একথা বলেন।  

আবিদা সুলতানা বলেন, সামাজিকীকরণের অভাবে দিন দিন সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে।

মাদক, বাল্যবিয়ে ও পারিবারিক নির্যাতনসহ সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে সামাজিকীকরণ শিক্ষার বিকল্প নেই। এজন্য পাড়ায় মহল্লায় ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের কাউন্সিলিং করা হবে।  

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যমের সহায়তা চেয়ে পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। গণমাধ্যম সমাজের অসংগতি তুলে ধরে আর প্রশাসন সেই অসংগতি দূর করতে কাজ করছে। পুলিশও যদি অবৈধ কাজে জড়িত থাকে সে তথ্যও লিখবেন। অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শফিকুল ইসলাম, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, ট্রাফিক পরিদর্শক আব্দুল কাদের প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।