শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টায় হোটেল গ্রেভার ইন হোটেল মিলনায়তনে ‘নদী অধিকারকে বৈধকরণ; জনগণ, রাজনীতি এবং অনুশীলন’ র্শীষক সম্মেলন শুরু হয়েছে।
বিভিন্ন দেশের গবেষক, নদীকর্মী, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা এবং উন্নয়ন অংশীদারসহ স্থানীয় বিভিন্নস্তরের বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।
বাংলাদেশের নদ-নদী এবং বিভিন্ন জলাশয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. ইমতিয়াজ আহম্মেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরেটাস প্রফেসর ড. আইনুন নিসাত।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
এনটি