শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
টিপু মুনশি বলেন, চালের দাম বৃদ্ধিতে কোনো মধ্যসত্ত্বভোগী উপকৃত হলে খাদ্য মন্ত্রণালয় অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি বলেন, কিছু নির্বাচনে ভোটারের উপস্থিতি কম। মানুষ এখন ফেয়ার ভোট চায়। তাই ফেয়ার ভোট করতে ইভিএম পদ্ধতি গ্রহণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
এনটি