শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে বিরলের ১ নম্বর আজিমপুর ইউনিয়নের সিঙ্গুল হঠাৎপাড়া, সিঙ্গুল দক্ষিণপাড়া, ঝিনাইকুড়ি, লস্করপুকুর পীরপাড়া ও বালাডাঙ্গী এলাকার ৪৫৫টি বাড়ির বিদ্যুতায়নের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (জিএম) হরেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আপেলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব, পল্লী বিদ্যৎ সমিতি-১ এর বিরল জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মো. আবু নাসের, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান ভুট্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আল্লামা আজাদ ইকবাল লাবু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট রবিউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুর জামান, উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সদস্য ও ফরক্কাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান লুতু, বিজোড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেক, আজিমপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল, রাজারামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি মুকুল চন্দ্র রায়, বিরল ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, রাণীপুকুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা ইমামুল হক পলাশ, শহরগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদ আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১১০, জানুয়ারি ২৪, ২০২০
আরএ