ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিশর সফরে গেলেন বিমানবাহিনী প্রধান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
মিশর সফরে গেলেন বিমানবাহিনী প্রধান বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত

ঢাকা: চারদিনের সরকারি সফরে মিশর গেলেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

শনিবার (২৫ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মিশরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণে স্ত্রী ও তিন সফরসঙ্গীসহ শনিবার মিশরের উদ্দেশে বিমানবাহিনী প্রধান ঢাকা ত্যাগ করেন।

সফরকালে বিমানবাহিনী প্রধান মিশরীয় বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আব্বাস হিলমি হাশেমের সঙ্গে সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। একইসঙ্গে মিশরীয় বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটিসহ মিশরীয় এয়ার একাডেমি পরিদর্শন করবেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।