শনিবার (২৫ জানুয়ারি) শহরের লঞ্চঘাট ও কাঠপট্টি এলাকায় বেকারি খাবার নির্মাণকারী এ দুই প্রতিষ্ঠানে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিচালিত বিশুদ্ধ খাদ্য আদালত এ ভ্রাম্যমাণ অভিযান চালান।
আদালতের বেঞ্চ সহকারী শাহাদাত হোসেন জানান, শহরের লঞ্চঘাট এলকার সততা বেকারি মালিক মো. শাহ আলমকে নিরাপদ খাদ্য আইনের ৩২ এর ক ও গ এর দুটি ধারায় ২ লাখ করে মোট ৪ লাখ অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
অপরদিকে শহরের কাঠপট্টি এলাকায় চয়েজফুল বেকারির মালিক এনামুল হাসানকে খাদ্য আইনের ৩২ এর ক ধারায় ২ লাখ টাকা অনাদায়ে ১০ দিন বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।
বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
এমএস/এসএইচ