ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রমিক নেতা শুক্কুরের মৃত্যুতে শ্রম প্রতিমন্ত্রীর শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
শ্রমিক নেতা শুক্কুরের মৃত্যুতে শ্রম প্রতিমন্ত্রীর শোক

ঢাকা: বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি শ্রমিক নেতা শুক্কুর মাহমুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক শোকবার্তায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, শুক্কুর মাহমুদের মৃত্যুতে দেশের শ্রমিক সমাজ তাদের অভিভাবক হারালো। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা শুক্কুর মাহমুদ শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গেছেন।

শ্রমিকদের অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, শুক্কুর মাহমুদ ন্যায়নিষ্ঠ, সৎ, ত্যাগী এবং সাহসী শ্রমিকনেতা ছিলেন। তার মৃত্যুতে শ্রমিক সমাজের যে ক্ষতি হলো তা পূরণ হবার নয়। প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এবং জাতীয় শ্রমিক লীগের সাবেক এ সভাপতি সোমবার (২৭ জানুয়ারি) দিনগত রাত ১ টা ৩১ মিনিটে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইনানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০ 
জিসিজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।