মঙ্গলবার (২৮ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ আলোচনা হয় বলে জাতীয় সংসদ সচিবালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রীতিলতা ওয়াদ্দেদার এর আত্মহুতির স্মৃতিবিজড়িত চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবটি সংরক্ষণের বিষয়ে আলোচনা হয়। এ সংক্রান্ত বিষয়ে সহসাই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে মন্ত্রণালয়ের পক্ষ হতে জানানো হয়।
বৈঠকে নতুন রেল লাইন নির্মাণসহ পুরাতন রেল লাইনসমূহ ত্রুটিমুক্ত রাখার বিষয়ে আলোচনা হয়। রেলওয়ে ট্র্যাক, ব্রিজ, স্টেশনভবন, প্ল্যাটফর্ম, অ্যাপ্রোচ রোড ইত্যাদি সংস্কারের জন্য ডিপিপি প্রণয়ন প্রক্রিয়াধীন আছে মর্মে মন্ত্রণালয়ের পক্ষ হতে জানানো হয়।
এছাড়া রেলওয়ের রাজস্ব আদায়ের খাতসমূহ ও রাজস্ব আদায় বাড়ানোর বিষয়ে বৈঠকে আলোচনা হয়। একইসঙ্গে চট্টগ্রাম রেলওয়ে ওয়ার্কশপের আধুনিকায়ন ও ডেমো ট্রেনের বর্তমান অবস্থা সম্পর্কে বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে কমিটি রেলস্টেশনগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোর্ট্রেট স্থাপন, বিভিন্ন রেলস্টেশনে সোলার স্থাপন এবং ওয়ার্কসপগুলোতে ডেমো ট্রেন মেরামতের জন্য ইউনিট স্থাপনের সুপারিশ করে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিব, রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০ে
এসকে/এবি