মঙ্গলবার (২৮ জানুয়ারি) বরিশাল মহানগরের অশ্বিনী কুমার হলে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে বেলা ১১টায় অশ্বিনী কুমার হল চত্ত্বরে শহীদ আলাউদ্দিনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পেশাজীবী নেতারা।
শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট খান আলতাফ হোসেন ভুলুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রফেসর নজরুল হক নিলু, প্রফেসর মহসিন-উল-ইসলাম হাবুল, প্রফেসর আমিনুর রহমান খোকন, বরিশাল গণ ফোরামের সভাপতি অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, আসাদ পরিষদ বরিশালের সভাপতি ডা. মিজানুর রহমান, গনসংহতি আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক দেওয়ান আ. রশিদ নীলু, জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, একে স্কুলের প্রধান শিক্ষক এইচ, এম জসিম উদ্দিন, স্কুল সভাপতি অ্যাডভোকেট গোলাম মাসউদ বাবলু প্রমুখ।
লেবুখালী সেতুকে শহীদ আলাউদ্দিনের নামে নামকরণ ছাড়াও বক্তারা অনুষ্ঠানে একে স্কুলকে জাতীয়করণের আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এমএস/এবি