মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য ফরিদুল হকের প্রশ্নের লিখিত উত্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা জানান।
মন্ত্রী বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের ব্রেক সিস্টেম নিরাপদ ও মানসম্মত নয়।
বিএনপি দলীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, বিআরটিসির ১ হাজার ৩১৩টি বাস চলাচল করছে। মেরামতের জন্য কারখানায় রয়েছে ১৮৭টি, মেরামত অযোগ্য রয়েছে ৩৩০টি বাস। মেরামতে থাকা বাসগুলো শিগগিরই বহরে যুক্ত হবে।
মন্ত্রী আরও বলেন, ভারতীয় লাইন অব ক্রেডিট ঋণের আওতায় ৬শটি বাস আমদানি করা হয়েছে। এরমধ্যে ৩শটি দ্বিতল ও ২শটি একতলা এসি বাস এবং ১শটি ননএসি বাস রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এসই/এএ