কোথাও কোথাও থেমে থেমে হালকা বৃষ্টিও হয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় চার কিলোমিটার বেগে বইছে বলে জানিয়েছে বরিশাল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম মিয়া।
তিনি জানান, আরো দুয়েকদিন বৈরী আবহাওয়া বিরাজ করলেও আগামী শুক্রবার নাগাদ আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভবনা রয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।
চলতি মাসে বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এমএস/এফএম