ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুখী-সমৃদ্ধ রাষ্ট্র গড়তে দক্ষতা বিকাশের বিকল্প নেই 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
সুখী-সমৃদ্ধ রাষ্ট্র গড়তে দক্ষতা বিকাশের বিকল্প নেই 

ঢাকা: সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গড়তে দক্ষতা বিকাশের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, তরুণ বয়স যোগ্যতা ও দক্ষতা বাড়ানোর সবচেয়ে উপযুক্ত সময়। যুগের চাহিদা অনুযায়ী যোগ্যতা অর্জন করে দেশের উন্নয়নে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর মিরপুরের রূপনগরে অবস্থিত মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।



প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ অবকাঠামোসহ অন্য খাতে ব্যাপক উন্নয়ন ঘটিয়ে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। নতুন প্রজন্ম সোনার মানুষ হিসেবে গড়ে উঠলে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা নির্মিত হবে।

ছাত্রছাত্রীদের আত্মগঠনের দৃঢ় শপথ নেওয়ার আহ্বান জানিয়ে শিল্প প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনের দেশকে সঠিক পথে পরিচালিত করতে ছাত্রছাত্রীদের মেধা বিকাশের সঙ্গে চরিত্র গঠনের বিষয়েও আরো মনোযোগী হতে হবে।

জীবনের কোনো পর্যায়ে যাতে মাদক, জঙ্গিবাদের মতো রাষ্ট্র ও সমাজবিরোধী কার্যক্রমে জড়িয়ে না পড়ে সেজন্য ছাত্রছাত্রীদের সর্বদা সচেতন থাকার অনুরোধ জানান প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
জিসিজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।