ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রেনের ধাক্কায় নিহত ৪ শিক্ষার্থীর দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
ট্রেনের ধাক্কায় নিহত ৪ শিক্ষার্থীর দাফন

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেন ধাক্কায় নিহত ৪ শিক্ষার্থীর দাফন হয়েছে সম্পন্ন হয়েছে। নিহতদের নিজ নিজ এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে মহেশপুর ইউনিয়নের জয়নগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাদের জানাজা সম্পন্ন হয়।  

জানাজায় জেলা পরিষদ সদস্য, লুৎফর রহমান লুথু স্কুল, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

নিহতদের মধ্যে মহেশপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামের ফরিদ শরীফের ছেলে ইয়াসিন শরীফের জানাজা নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। বাকী ৩ জনের জানাজা স্কুল মাঠে একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
 
এদিকে, ৪ শিক্ষার্থীর মরদেহ স্কুলে আনা হলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। সহপাঠীরা তাদের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। একই সঙ্গে ৪ শিক্ষার্থীর মরদেহ এলাকায় আনার পর পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।  

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী মোটরসাইকেলে ব্যাসপুর যাওয়ার সময় বিশ্বনাথপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত হয়ে মৃত্যুবরণ করে।

নিহতরা হলো, কাশিয়ানী উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ও মহেশপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামের  ফরিদ শরীফের ছেলে ইয়াসিন শরীফ, দশম শ্রেণির শিক্ষার্থী হিরন্যকান্দি গ্রামের আশরাফ আলী খানের ছেলে রায়হান খান, একই গ্রামের ৯ম শ্রেণির শিক্ষার্থী লাবু খন্দকারের ছেলে আল আমিন খন্দকার, ৯ম শ্রেণির শিক্ষার্থী সমসপুর গ্রামের আতা তালুকদারের ছেলে সোহান তালুকদার।

নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলে, ২ জন কাশিয়ানী উপজেলা হাসপাতালে ও একজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।  

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।