ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাকরি না করে ১০ জনকে চাকরি দেবো, এই চিন্তা করতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
চাকরি না করে ১০ জনকে চাকরি দেবো, এই চিন্তা করতে হবে

ঢাকা: নিজে চাকরি না করে আরও ১০ জনকে চাকরি দেবো- এই চিন্তা নিয়ে যুব সমাজকে নিজের পায়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, `নিজে চাকরি না করে চাকরি দেবো এই চিন্তাটা থাকতে হবে। '

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মধ্যে জাতীয় যুব পুরস্কার-২০১৯ প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, `অন্যের দুয়ারে চাকরি ভিক্ষে না করে... সব সময় এটা চিন্তা করতে হবে- আগে দেখতে হবে আমি নিজে কী করতে পারি, নিজে কতটুকু কাজ করতে পারি, নিজে মানুষকে কিছু দিতে পারি কিনা। ’

তিনি বলেন, ‘আমি চাকরি করবো না, আমি আরো দশ জনকে চাকরি দেব, এই চিন্তাটা মাথায় থাকলে অনেক বড় কাজ করা যায়। ’

শেখ হাসিনা বলেন, ‘শুধু চাকরির দিকে মুখাপেক্ষী হয়ে বসে থাকলে চলবে না। তরুণদের নিজেদের চিন্তা-চেতনা বা কর্মশক্তি আছে, দক্ষতা আছে তার মাধ্যমে নিজে যেমন কাজ করবে, আরও দশজনকে কাজ করবার সুযোগ করে দিতে পারবে। ’

‘তাই চাকরি না করে চাকরি দেবো; এই চাকরি দেবো; মানে দেওয়ার সক্ষমতা অর্জন করবো বা চাকরি দিতে পারবো। এই চিন্তাটাই মাথায় থাকতে হবে। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘আত্মবিশ্বাস থাকতে হবে, আত্মমর্যাদাবোধ থাকতে হবে, সেটা থাকলে পরে আমার মনে হয় বাংলাদেশের কেউ আর বেকার থাকবে না। ’

মুজিববর্ষ ঘিরে তরুণদের জন্য সরকারের লক্ষ্যের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমাদের একটা লক্ষ্য হচ্ছে যে, সারা বাংলাদেশে এই মুজিববর্ষকে ঘিরে কেউ যেন বেকার না থাকে। ’

অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন।  

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ জামান খান কবির। অনুষ্ঠানে সফল ২৭ জন সফল আত্মকর্মী ও সংগঠকের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফল আত্মকর্মী ও সংগঠকদের পক্ষে বক্তব্য রাখেন সফল আত্মকর্মী ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনকারী ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান ও যুব সংগঠক হিসেবে সারাদেশে যুব নারী কোটায় প্রথম স্থান অর্জনকারী পারভীন আকতার।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।