বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বাড়ি থেকে কিছুদুরে এক আলুক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাদিয়া খাতুন শিবগঞ্জ উপজেলার তালিবপুর পুর্বপাড়া গ্রামের বাসিন্দা দিনমজুর শাহিনুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে নিখোঁজ হয় সাদিয়া। একপর্যায়ে বাড়ি না ফেরায় এলাকায় মাইকিং করা হয় এবং রাতভর বিভিন্নস্থানে সন্ধান করেও তার খোঁজ পাওয়া যায়নি।
এ দিকে বৃহস্পতিবার সকাল থেকে খোঁজাখুঁজির একপর্যায় বাড়ি থেকে প্রায় পাঁচশ গজ দূরে এক আলুক্ষেতে সাদিয়ার গলাকাটা মরদেহ পাওয়া যায়। এরপর পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, সাদিয়া বুধবার থেকে নিখোঁজ ছিলো। দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) মর্গে পাঠানো হয়েছে।
কে বা কারা কেন শিশুটিকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
কেইউএ/এবি