ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে ‘আল্লাহর দলে’র ৯ সদস্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
সিলেটে ‘আল্লাহর দলে’র ৯ সদস্য আটক সিলেটে জঙ্গি সংগঠনের আটক নয় সদস্য। ছবি: বাংলানিউজ

সিলেট: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের নয় সদস্যকে সিলেট থেকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর শাহপরান থানাধীন আরামবাগ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা থেকে আসা কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি চৌকস দল।

সিলেট মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন ইউনিটের পুলিশ সুপার মোহিদুজ্জামান।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ।

আটকরা হলেন, বগুড়া জেলার  বড়কুমিটা গ্রামের মানিক আকন্দ ওরফে মেহেদী হাসান (৩২), নোয়াখালি জেলার মাইজদী কৃষ্ণপুরের জহির উদ্দিন বাবর (২০), সিলেটের জকিগঞ্জ উপজেলার থানাবাজার মানিকপুরের রাসেল আহম্মদ (২৪), কুমিল্লা কোতোয়ালি এলাকার বিবিরবাজার রাজমঙ্গল এলাকার আবুল কালাম আজাদ ওরফে কালাম (২০), নগরের কুমারপাড়া ঝর্ণারপাড় ৩০/এ হক মঞ্জিলের মো. কামাল আহম্মদ (২৫), সুনামগঞ্জ সদরের শাহপুর আলহেরা এলাকার তমি উদ্দিন সুমন (৩০), রাজশাহীর বাঘমারা চেওখালী এলাকার মো. আশরাফুল ইসলাম (২৯), সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের হায়দরপুরের জুয়েল আহম্মদ (২৪) ও সিলেটের গোলাপগঞ্জে তুরুস্থভাগ নলুয়া গ্রামের মো. স্বপন আহমদ (২১)।

অতিরিক্ত পুলিশ কমিশনার আরও বলেন, আটকদের কাছ থেকে মোবাইলে সাংগঠনিক কার্যক্রম চালানোসহ বিভিন্ন দলিলাদি সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশের অখন্ডতা, সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য আতঙ্ক সৃষ্টি ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারত্মক অবনতির জন্য নাশকতা সৃষ্টিতে সংগঠিত হয়ে গোপন বৈঠকের মাধ্যমে পরিকল্পনা করছিল।

তিনি বলেন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকায় এবং জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলে’র সক্রিয় সদস্য হওয়ায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে এসএমপির শাহপরান থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এনইউ/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।