পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রোম যাবেন প্রধানমন্ত্রী। টানা তৃতীয় মেয়াদের সরকার গঠনের পর এটিই প্রথম কোনো দ্বিপক্ষীয় সফর।
দুইদেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে গেল অক্টোবরে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইতালি সফরের আমন্ত্রণ জানান জুসেপ্পে কন্তে।
রোম সফরে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, ইতালিতে দক্ষ কর্মী পাঠানোসহ প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা বিষয়ে গুরুত্ব পাবে বলে জানা গেছে।
ইতালিতে তৈরি পোশাক, হোম টেক্সটাইল, মাছ, পাট ও পাটজাত পণ্য এবং চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করছে বাংলাদেশ।
ইউরোপের অন্যতম বৃহৎ গ্যাস ও তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ইএনআই বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে। এ সফরে এ নিয়ে আলোচনা হতে পারে।
যুক্তরাজ্যের পর ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসী বাংলাদেশি রয়েছে। প্রায় ১ লাখ ৪০ হাজার বাংলাদেশি ইতালিতে বসবাস করছে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এমইউএম/আরবি/