ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেনাকল্যাণ সংস্থার সম্পদের পরিমাণ ২৫৭৬ কোটি টাকা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
সেনাকল্যাণ সংস্থার সম্পদের পরিমাণ ২৫৭৬ কোটি টাকা

জাতীয় সংসদ ভবন থেকে: ২০১৯ সালের ৩০ জুন শেষে সেনাকল্যাণ সংস্থার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৫শ ৭৬ কোটি ৯৬ লাখ টাকা। ২০১৮-১৯ অর্থবছরে লাভের পরিমাণ ছিল ১৭০ কোটি ৯১ লাখ টাকা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ টেবিলে উত্থাপিত প্রশ্নের লিখিত উত্তরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রপার্টি, স্থায়ী সম্পদ ১ হাজার ৮৫ কোটি ৯৭ লাখ টাকা।

বিনিয়োগ ৪০২ কোটি ৩১ লাখ টাকা। চলতি সম্পদ (মজুদ, ব্যবসায়িক দেনাদার, অগ্রিম, ব্যাংক  জমা ও অন্যান্য) ৯৪৮ কোটি ৮৩ লাখ টাকা। অন্যান্য সম্পদ (ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস ও বিলম্বিত ব্যয়) ১৩৯ কোটি ৮৫ লাখ টাকা।

আনিসুল হক জানান, ২০১৮-১৯ অর্থবছরে সেনাকল্যাণ সংস্থার মোট আয় হয়েছে ১ হাজার ৪৮৫ কোটি ৩৩ লাখ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় ১ হাজার ১২২ কোটি ৩২ লাখ টাকা। মোট লাভ ৩৬৩ কোটি ১ লাখ টাকা। মোট ব্যয় (প্রশাসনিক, বিক্রয়-বণ্টন ও অন্য) ১৯২ কোটি ১০ লাখ টাকা। আয়করপূর্ব নিট লাভ ১৭০ কোটি ৯১ লাখ টাকা। আয়কর ২২ কোটি ৯২ লাখ টাকা। আয়কর পরবর্তী নিট লাভ ১৪৭ কোটি ৯৯ লাখ টাকা।

সেনাকল্যাণ সংস্থার লাভের টাকা দু’টি খাতে ব্যয় করা হয়। প্রথমত, শিক্ষামূলক বৃত্তি, চিকিৎসা সুবিধা, বয়োঃজ্যেষ্ঠ ভাতা, দুস্থভাতা, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সদস্য/বিধবা পত্নীদের বাসস্থানের ব্যবস্থাকরণ, করপোরেট স্যোশাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রম ও অন্যান্য পদ্ধতিতে প্রাপ্ত লাভের টাকা ব্যয় করা হয়। দ্বিতীয়ত, আয়কর বাবদ সরকারি রাজস্বখাত।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।