বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম উপজেলার উত্তর মিরুখালী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২১ মে দুপুরে উপজেলার ওহেদাবাদ গ্রামের একটি চায়ের দোকানে বসে কয়েকজন ব্যক্তি টেলিভিশন দেখছিলেন। ওইদিন দুপুর পৌনে একটার দিকে উপজেলার ওহেদাবাদ গ্রামের মৃত জয়নাল গাজীর ছেলে পান্না মিয়ার (২৫) সঙ্গে উত্তর মিরুখালী গ্রামের ইব্রাহিমের টেলিভিশন চ্যানেল পরিবর্তন করা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইব্রাহিম সেখানে থাকা একটি লাঠি দিয়ে পান্না মিয়ার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় পান্নাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের পরামর্শে রাতে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের বড় ভাই সগির গাজী বাদী হয়ে ইব্রাহিকে আসামি করে স্থানীয় থানায় মামলা করেন। ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এনটি