ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরে এসএসসির ভুয়া প্রশ্নপত্রসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
জামালপুরে এসএসসির ভুয়া প্রশ্নপত্রসহ আটক ১

জামালপুর: এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে জামালপুর সদর উপজেলার গোপীনাথপুর এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।

আটক যুবক সুজন মিয়া (২০) গোপীনাথপুর গ্রামের কালু মিয়ার ছেলে।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সুজনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা হয়েছে।

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার তোফায়েল আহমেদ মিয়া সন্ধ্যায় বাংলানিউজকে জানান, গোপনে সংবাদ পেয়ে গোপীনাথপুর এলাকায় অভিযান চালায় র‍্যাব। গোপীনাথপুর আজমত আলীর এসএফ অটো রাইচ মিলের সামনে থেকে এসএসসির ভুয়া প্রশ্নপত্র তৈরির প্রতারক চক্রের সদস্য সুজন মিয়াকে আটক করা হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনে ২০২০ সালের এসএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র  পাওয়া যায়। জব্দ করা হয় ওই মোবাইল ফোনটিও। এসএসসির ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অপরাধে আটক সুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩(২)/৩৫(২) ধারায় জামালপুর থানায় মামলা করেছ র‍্যাব।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।